/ বাগেরহাটে আজ থেকে ফের দু’দিনের হরতাল

বাগেরহাটে আজ থেকে ফের দু’দিনের হরতাল

বাগেরহাট ব্যুরো: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সমাবেশ থেকে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার একটানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের ঘোষনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও সংহতি জানাতে দেখা যায়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমীর আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা সৈয়দ নাসির উদ্দিন মালেক প্রমুখ।

সমাবেশে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাক্সক্ষাকে উপেক্ষা করেছে। বাগেরহাট একটি গুরুত্বপূর্ণ জেলা, এখানকার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা প্রয়োজন। একটি আসন কমে গেলে রাজনৈতিক প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, চাকরি ও বিভিন্ন সরকারি সেবায় বাগেরহাটবাসী বঞ্চিত হবে।

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম বলেন, বাগেরহাটবাসীর স্বার্থরক্ষার এ আন্দোলন কোনো দলীয় আন্দোলন নয় এটি জনস্বার্থের আন্দোলন। নির্বাচন কমিশনকে অবিলম্বে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত প্রত্যাহার করে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মোংলা: মোংলা(বাগেরহাট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বাগেরহাটের সংসদীয় আসন শ্রেনী বিন্যাসের প্রতিবাদ ও সাবেক চারটি আসন বহাল রাখার দাবিতে ফের আজ বুধবার থেকে দুদিন ব্যাপী টানা ৪৮ ঘন্টা সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধের ডাক দিয়েছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি।

এ হরতালের সমর্থনে মোংলা পৌর শহরসহ বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। একই সঙ্গে হরতাল সফল করতে গতকাল সকাল থেকে মিছিল সমাবেশে উত্তপ্ত হয়ে উঠে মোংলাসহ বাগেরহাটের ৯টি উপজেলা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১ টায় সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও পৌর মার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মাহাবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা জামায়াত ইসলামীর নায়বে আমীর কহিনুর সরদার, পৌর জামায়াতের সেক্রেটারী এ্যাড. মোঃ হোসেন প্রমুখ।

এছাড়া বাগেরহাট সদর, রামপাল, ফরিহাট, চিতলমারী, শরনখোলা, মোড়লগঞ্জ, কচুয়া ও মোল্লাহাট উপজেলা সদরে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা-বাগেরহাটের চারটি সংসদীয় আসন পূর্নবহানের দাবি জানান। এছাড়া আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তারা। এর আগে একই দাবিতে দু’ দফায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হয় মোংলা বন্দর এলাকাসহ বাগেরহাটের ৯টি উপজেলায়। সর্বাত্মক পালিত হওয়া এ হারতালে মোংলা সমুদ্র বন্দরসহ পুরো বাগেরহাট জেলা স্থবির হয়ে পড়ে।