/ বিএসএফের ফেরত দেওয়া পাঁচ বাংলাদেশিকে সাতক্ষীরায় পরিবারে হস্তান্তর

বিএসএফের ফেরত দেওয়া পাঁচ বাংলাদেশিকে সাতক্ষীরায় পরিবারে হস্তান্তর

সাতক্ষীরা প্রদিনিধি: বিএসএফের কাছে আত্মসমর্পণকারী পাঁচ বাংলাদেশিকে পতাকা বৈঠকে বিজিবির কাছে ফেরত দিয়েছে । এরপর সাতক্ষীরা সদর থানার পুলিশ সোমবার রাতেই তাদের পরিবারের কাছে হস্তাস্তর করেছে।

এসব বাংলাদেশিরা গত ২৪ আগষ্ট রাতে পশ্চিমবঙ্গের বসিরহাট মহাকুমার হাকিমপুর সীমান্তের বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় ধরা দেন।এরপর সোমবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

১৪৩ ব্যাটালিয়নের বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দেবজ্যোতি ডলি এবং ৩৩ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, নাম-ঠিকানা যাচাই বাছাই শেষে রাত ৯ টার দিকে নিজ নিজ পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), একই উপজেলার বেনাদোনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়ুইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।

আটককৃতদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, কাজের সন্ধানে বিনা পাসপোর্টে তারা ভারতে গিয়েছিলেন। তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ২৪ আগস্ট রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় তারা আত্মসমর্পণ করেন।