/ বিওয়াইসিএফ এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিওয়াইসিএফ এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণ ও সবুজ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনা জেলা শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মূল বার্তা ছিল সবুজ পৃথিবী, সুস্থ জীবন।

কর্মসূচিতে বিওয়াইসিএফ-এর বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সমন্বয়ে একাধিক ফলজ গাছের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রফেসর আন্ডার অফিসার মিথুন সরকার ও ক্রীড়া শিক্ষক শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম খুলনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান বন্দ, সদস্য সচিব আব্দুল্লাহ আল রাহাত, সাংগঠনিক সচিব মোঃ হাসিব শেখ, প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার আকাশ হোসেন (সুন্দরবন রেজিমেন্ট), প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট সাদিয়া জাফর (বাংলাদেশ নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা), ক্যাডেট সুমাইয়া (মহসিন মহিলা কলেজ, খুলনা), ক্যাডেট সার্জেন্ট তানভীর হাসান অর্ণব (খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট)সহ উক্ত প্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের বর্তমান ক্যাডেট রাফি, সুমন, আবিদ, সুমিত, পিউ, ইভা, নুরজাহান, সোমা ও রেশমী।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গঠনের প্রতীক। তারা বলেন, নিঃসন্দেহে বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। আসুন আমরা সবাই এই বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।