স্টাফ রিপোর্টার ঃ আজ শুক্রবার খুলনাসহ দেশের ১২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বি.ডি.এস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা। খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার কথা তিন হাজার পরীক্ষার্থীর। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: দীন-উল-ইসলাম এ তথ্য জানিয়েছেন।
খুমেক অধ্যক্ষ বলেন, আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে। এছাড়া সাড়ে নয়টায় কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে বলেও তিনি জানান। এজন্য অবশ্যই পরীক্ষার্থীদের সাড়ে নয়টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে হবে।
খুলনা মেডিকেল কলেজের একাডেমিক ভবনে ৭৪০০০১ হতে ৭৪০৩০০০ নম্বর রোল পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন বলেও তিনি জানান।