বিশ্বের বিভিন্ন দেশকে ভ্যাকসিন দেওয়ায় ভারতের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এবং মধ্য এশিয়া ব্যুরো একটি টুইট বার্তায় এই প্রশংসা করে।

গত কয়েকদিনে ভারত শুভেচ্ছা হিসেবে বাংলাদেশ,মিয়ানমার,মরিশাস,ভুটানে করোনার ভ্যাকসিন পাঠিয়েছে। এছাড়া বাণিজ্যিকভাবে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মরক্কো এবং ব্রাজিলেও ভ্যাকসিন পাঠাবে ভারত। .

টুইট বার্তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালইয়ের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ এশিয়ায় ভ্যাকসিন বিতরণে ভারত যে ভূমিকা রাখছে তার জন্য আমরা তাদের প্রশংসা করছি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় , ভারত কূটনীতির অংশ হিসেবে লাখ লাখ ডোজ ভ্যাকসিন দিচ্ছে।
এদিকে ভারতের প্রশংসা করায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মার্কিন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সন্ধু। একটি টুইট বার্তায় তিনি বলেন, বিশ্ব জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রয়োজন মেটাতে পেরে ভারত খুব সম্মানিত হয়েছে।