রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (২১ জুলাই) বিকেলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই সেটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী।এদিকে দুর্ঘটনার খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির সংশ্লিষ্ট সহযোগী সংগঠনগুলোকে সার্বক্ষণিক সহায়তার নির্দেশ দিয়েছেন।