কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ টানা বৃষ্টিপাতের প্রভাবে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলায় কাঁচা সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে হঠাৎ করে দেখা দিয়েছে চরম অস্থিরতা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি ৪০ থেকে ৫০টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে ডিমের দামেও এসেছে অস্বাভাবিক উর্ধ্বগতি।
গত রবিবার উপজেলার কালীগঞ্জ, কোলা, চাপরাইল ও বারবাজার ঘুরে দেখা গেছে, বাজাওে প্রতিটি সবজির দামই বেড়েছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে বেগুন বিক্রি হচ্ছে ১১৫-১২০টাকা, করলা ১২০-১২৫টাকা, ঢেঁড়স ৭০-৭৫ টাকা, বরবটি ৮০-৯০ টাকা, পেঁয়াজ ৬০-৬৫ টাকা, পটল ৮০-৮৫ টাকা, পেপে ৩০-৪০ টাকা, আলু ৪৫-৫০ টাকা এবং শসা ৮০-৯০ টাকা কেজিতে। একটি লাউ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়।
ডিমের দাম হালি প্রতি দাঁড়িয়েছে ৪৮-৫০ টাকা, যেখানে একসপ্তাহ আগে তা ছিল ৩৫-৪০ টাকার মধ্যে। ক্রেতারা বলছেন, তাদের নিয়মিত বাজেট এখন আর টিকছে না। অনেকেই বাজার থেকে ফিরে আসছেন প্রয়োজনীয় পণ্য না কিনেই।
সরকারি ভূষণ হাই স্কুলের শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে সবজির দাম কিছুটা বাড়তেই পারে, তবে এতবেশি বাড়াটা অস্বাভাবিক। সাথে ডিমের বাজারে এমন অস্থিরতাও অস্বাভাবিক। অন্যদিকে খুচরা বিক্রেতারা দাবি করছেন, টানা বৃষ্টির কারণে কৃষকরা মাঠে গিয়ে সবজি তুলতে পারছেন না, যার ফলে বাজারে সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা উভয় বাজারেই।