বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। পরে ওভার কমিয়ে ২৭ ওভার নির্ধারণ করা হয়। এতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। টস ভাগ্যের সঙ্গে ম্যাচও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।ডুনেডিনে ব্যাট করতে নেমে দারুণ এনে দেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। তাদের দুজনের জুটি থেকেই এসেছে ৫৯ রান। এর মধ্যে ৩৩ রান করে শামিমা ও সর্বোচ্চ ৫২ রান করেন ফারজানা। এর পরের ব্যাটাররা আর দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।জবাবে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। সুজি বেটস ৭৯ ও অ্যামেলিয়া কের ৪৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে সালমা খাতুনের বলে বোল্ড হয়ে ফিরে যান কিউই অধিনায়ক সোফি ডিভাইন।এর আগে নিজেদের প্রথম বাংলাদেশ ও নিউজিল্যান্ড উভয় দলই পরাজিত হয়েছিল।