স্টাফ রিপোর্টার ঃ জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিটের(এলটিইউ) রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়েছে। ২০২০-২১ অর্থবছরে এলটিইউর বড় করদাতারা ২৪ হাজার ১১ কোটি টাকা কর দিয়েছে। এবার এলটিইউর কর আদায়ের সংশোধিত লক্ষ্য ছিল ২৪ হাজার কোটি টাকা। গত ২০১৯-২০ অর্থবছরের চেয়ে এলটিইউ বিদায়ী অর্থবছরে ৩ হাজার ১৭৩ কোটি টাকা বেশী কর আদায় করেছে। এ নিয়ে গত ছয় বছরে এলটিইউ দ্বিতীয়বারের মত লক্ষ্য অর্জন করল। এর আগে ২০১৪-১৫ অর্থবছরেও এলটিইউ আয়কর আদায়ের লক্ষ্য অর্জন করেছিল।
এলটিইউর কর কমিশনার ইকবাল হোসেন পূর্বাঞ্চলকে বলেন, করোনা মহামারির সময়ে দেশের ব্যবসা বাণিজ্যের ধীরগতি থাকলেও রাজস্ব বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা ও এরটিইউর কর্মকর্তা ও কর্মচারিদের ঐকান্তিক চেষ্টায় এ লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এলটিইউয়ের অধীনে ব্যাংক-বীমা, উৎপাদন, গণমাধ্যম, মোবাইল ফোন অপারেটর, ওষুধ খাতসহ ২৮১ টি কোম্পানী রয়েছে। এলটিইউর কর কমিশনার ইকবাল হোসেন বলেন, এবারের হিসাবটি সাময়িক। চূড়ান্ত হিসাব পেতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগবে। তবে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, চূড়ান্ত হিসাবে রাজস্ব আদায়ের পরিমাণ কিছুটা বাড়ে।