ঈদের পূর্বে পাওনা পরিশোধের দাবি

খুলনার ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স, জুট স্পিনার্সসহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে গতকাল রোববার সকালে গাফফার ফুড মোড়ে ফেডারেশনের অস্থায়ি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, মোঃ বাবুল খান প্রমুখ।
সভায় শ্রমিক নেতারা বলেন, বেসরকারী জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতিপূর্বে একাধিক বার জেলা প্রশাসকের কার্যালয় ত্রি-পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হলেও তা একটিও বাস্ত বায়ন হয়নি। আগামিকাল মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে ত্রি-পক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে । বৈঠক থেকে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে কোন সমাধান না হলে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥