হারারে টেস্টের ৩য় দিনের শেষ সেশনে বিপদে পড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশের দুই স্পিনার সাকিব-মিরাজের স্পিন ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। গুটিয়ে গেছে ২৭৬ রানে। ফলে বাংলাদেশের লিড ১৯২ রানের।অথচ দিনের শুরুর সেশনে এগিয়ে ছিলো জিম্বাবুইয়ানরাই। অধিনায়ক টেইলর আর ওপেনার কাইতানো মিলে এগিয়ে নিচ্ছিলেন দলকে। এ দু’জন মিলে গড়েন ১১৫ রানের জুটি। ৮১ রান করা টেইলরকে ফেরান মেহেদি মিরাজ।এরপর মাত্র ৪ রানের ব্যবধানে ৩ ব্যাটসম্যানকে তুলে নিয়ে ম্যাচের দখল নিয়ে নেয় বাংলাদেশ।একপ্রান্ত আগলে রাখা ওপেনার কাইতানোকেও আউট করেন মিরাজ। সাজঘরে ফেরার আগে এই অভিষিক্তের সংগ্রহ ৮৭ রান।এরপর লোয়ার মিডল অর্ডার ধ্বসিয়ে দেন মিরাজ-সাকিব। দু’জন মিলে এখন পর্যন্ত তুলে নেন ৯টি উইকেট। মিরাজের শিকার ৫টি আর সাকিব তুলে নেন ৪টি উইকেট।এর আগে ১ম ইনিংসে ৪৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।