পাইকগাছা অফিসঃ উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রাম এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ২২নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভদ্রা নদীর প্রবল স্রোতে বাঁধের প্রায় ৪শ’ মিটার দীর্ঘ ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ফলে বিগত বছরের ন্যায় এবারও যেকোনো মুহূর্তে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। চরম ঝুঁকিতে রয়েছেন ১৩টি গ্রামের হাজার হাজার মানুষ। এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের উপর দাঁড়িয়েই মানববন্ধন করে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রæত মেরামতের দাবি জানিয়েছে এলাকার শ’ শ’ নারী-পুরুষ।
এলাকাবাসী জানায়, গত বছর ওয়াপদা বেড়িবাঁধের যেখানে ভেঙ্গে গিয়েছিল তার ঠিক এক কিলোমিটার উত্তরে কালিনগর সাধুঘাটের অমল কবিরাজের বাড়ি হতে প্রভাষ মন্ডলের বাড়ি পর্যন্ত ৪শ’ মিটার এলাকা জুড়ে বেড়িবাঁধে ভাঙ্গন এবং কোথাও কোথাও বড় ফাটল দেখা দিয়েছে। যেকোন মূহুর্তে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে স্থানীয় জনমনে।
ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতসহ ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। যার প্রেক্ষিতে এলাকার শ’ শ’ মানুষ মানববন্ধন করে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ জরুরী ভিত্তিতে মেরামতের দাবি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট।
অত্র দেলুটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজের সভাপতিত্বে ও ইউপি সদস্য পলাশ কান্তি রায়ের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ হালদার, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, রিংকু রায়, বদিউজ্জামান, মেরি রাণী, দেলুটি ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তফা সরদার, প্রভাষক কল্যাণ মন্ডল, ধীমান মন্ডল, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, সন্তোষ গাইন, উৎপল রায়, শিশির মন্ডল, শিমুল মন্ডল, মিহির সরকার, শ্যামল কান্তি রায়, মালতী মন্ডল, শিক্ষার্থী পিয়া মন্ডল ও তৃপা সরকার।