তিন সাগরে একই সরল রেখায় সৃষ্টি তিন ঘূর্ণিঝড়
স্টাফ রিপোর্টার: আরব সাগর,বঙ্গোপসাগর আর চিন সাগরে প্রায় একই সরল রেখায় সৃষ্টি হয়েছে তিনটি ঘূর্ণিঝড়। এর পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে ঘুরপাক খাচ্ছে আরও একটি ঝড়। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থ্া বাংলাদেশ উপকূলে অভিমুখী হচ্ছে না। এটা ভারতের বিশাখাপত্তম উপকূলে আঘাত হানতে পারে। ফলে বাংলাদেশ উপকূলে নিরাপদ থাকবে। তবে এর প্রভাবে মেঘলা আকাশের সাথে চলতি সপ্তাহের শেষে কোথাও কোথাও বৃষ্টি নামতে পারে। আরব সাগওে সৃষ্ট ঘূর্ণিঝড়টি মুম্বাই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
আর চিন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের দিকে এগোচ্ছে। আবহাওয়া অধিদপ্তর দেশের ৪ সমুদ্রবন্দরকে ১ নং দূরবর্তী হুশিয়ারি সতর্ক সংকেত দেকিয়ে দিতে বলেছে। এদিকে আবহাওয়ার পূর্ভাভাসে বলা হয়েছে আজকাল আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ২-৩ডিগ্রি বমতে পারে। খুলনায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ডিগ্রি সেলসিয়াস।