চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এস এম মুনির।
গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা-জয়নগর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে বলে জানিয়েছেন দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর।
তিনি বলেন, চিকিৎসার জন্য মুনির ভারতে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে। সেটি রাজনৈতিক কোন মামলা না। এছাড়া তিনি আইনজীবী পেশায় নিয়োজিত। আমরা গোপালগঞ্জ জেলা পুলিশকে জানিয়েছি। তাদের টিম আসলে হস্তান্তর করা হবে।