কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিযার ভেড়ামারায় মোটরসাইকেলে ঘুরতে গিয়ে পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছে ২ শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ষোলদাগ যাত্রীছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের নিপুন আলীর ছেলে নাহিন ইসলাম (১৭) ও মথুরাপুর শেখপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে সিয়াম হোসেন (১৬)। নিহতদের মধ্যে নাহিন ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও সিয়াম হোসেন এ বছর এসএসসি পাশ করেছে। এঘটনায় আরো ২জন আহত হয়েছে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, সিয়াম ও নাহিনসহ ১০-১২ জন কয়েকটি মোটরসাইকেলে ভেড়ামারা লালনশাহ সেতু এলাকায় ঘুরতে যায়। এ সময় তারা বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে ছিলেন নাহিন ও সিয়াম। এক পর্যাযে এরা দু’জন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বাজার সংলগ্ন এলাকায় অটোর ধাক্কায় আনিছা নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।