/ মনিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

মনিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পার্কিং এ থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

নিহতেরা হলেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলার খলসী গ্রামের আয়ুব খন্দকারের ছেলে ড্রাইভার রাজু আহ‌মেদ (৩২) ও একই উপজেলার বোয়ালিয়া গ্রামের হেল্পার এরফান মিন্টু।দুর্ঘটনার খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।এসময় থানা পুলিশ ট্রাক দুটি জব্দ করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরাগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মনিরামপুর শহরের একটি ফিলিং স্টেশনের কাছে রাস্তার পাশে রাখা আরেকটি ট্রাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ট্রাকেরচালক ও হেলপার নিহত হন।মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেলেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে।’