/ মনিরামপুরে দেওয়াল চাপায় নারীর মৃত্যু

মনিরামপুরে দেওয়াল চাপায় নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেহালপুর (মনিরামপুর): মনিরামপুর ভবদহপাড় কপালিয়ায় ঘরের মাটির দেওয়াল ধ্বসে চাপা পড়ে বিজলী মন্ডল (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আনিচুর রহমানসহ এলাকাবাসী জানান, ভবদহের প্লাবিত এলাকা কপালিয়া গ্রামের মৃত মৃকুন্দ মন্ডলের চিরকুমারী মেয়ে বিজলী মন্ডল শুক্রবার সকাল ১০ টার দিকে পাশর্^বর্তি একটি টিউবয়েল থেকে কলসে করে পানি নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। পানি নিয়ে ঘরের কাছে যেতেই দেওয়াল ধ্বসে তার মাথায় পড়ে। এক পর্যায়ে তিনি চাপা পড়েন। এতে তিনি গুরতর আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধারের পর কপালিয়া বাজারে একটি ক্লিনিকে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

মনিরামপুর থানার অফিসার ইনাচর্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, এ ব্যাপারে তিনি খোজখবর নিচ্ছেন।