/ মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

যশোরের মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় আবু তাহির (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকালে রাজারহাট-চুকনগর মহাসড়কের চালকিডাঙ্গা-জালঝাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু তাহির পৌরসভার গাংড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে।
জানা যায়, বিকালে যশোর ছেড়ে আসা চুকনগরগামী (চট্টোমেট্রো জ-১১-১৪১১) নম্বরধারী একটি যাত্রীবাহী বাস চালকিডাঙ্গা-জালঝাড়া পৌছুলে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক তাহির গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আবু তাহিরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।


মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।