রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এবং আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি সম্মান এবং জাতীয়ভাবে শোক প্রকাশের অংশ হিসেবে মঙ্গলবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করারও নির্দেশ দেওয়া হয়েছে।