মাগুরা-ঝিনাইদহ সড়কে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।রবিবার সকাল ১১টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে, ভ্যানচালক সাগর (৪৭) এবং সদর উপজেলার দোড়ামথনা গ্রামের চুন্নু মিয়ার স্ত্রী রেশমা খাতুন (৩৫)।
মাগুরার রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহবুবর রহমান জানান, রবিবার সকাল ১১টার দিকে মাগুরামুখী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় গোপালপুর অভিমুখী যাত্রীবাহী ভ্যানটিকে সামনে থেকে আঘাত করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। আহত রেশমা খাতুনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।তবে চালক পালিয়ে গেছে।