স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, “জনগণের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত একটি বাহিনী হলো পুলিশ। সীমাবদ্ধতা সত্ত্বেও মানবিকতা, মেধা ও প্রজ্ঞার সর্বোত্তম ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।”
শুক্রবার সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, “পুলিশ প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মচারী, যারা নিরপেক্ষভাবে জনগণের জন্য কাজ করে। পুলিশ সদস্যদের সদয় আচরণ এবং সুবিচার নিশ্চিত করতে হবে, যাতে মানুষের মধ্যে আস্থা ও সম্মানবোধ তৈরি হয়।”
তিনি আরও বলেন, “সমাজ ও ব্যক্তিজীবনে মূল্যবোধের চর্চা ফিরিয়ে আনতে হবে। নিজের ভুলগুলো চিহ্নিত করে সংশোধনের চেষ্টায় সচেতন থাকতে হবে।”
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নতুন বাংলাদেশ গঠনে যারা জীবন দিয়েছেন, তারা সময়ের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা, আর তাই সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী।