—–রোটাঃ ফেরদৌসী আলী

“মানুষ মানুষের জন্য। এ জীবনে মানুষের জন্য কিছু করে যেতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। রোটারির মত আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অনেক কিছু করার সুযোগ আছে, তাই সকল রোটারিয়ান একযোগে এগিয়ে এলে আমরা সমাজের জন্য অনেক কিছুই করতে পারি”। টানা ৩০ বছর রোটারির মাধ্যমে সেবা করে যাওয়ায় খুলনা শাইনিং টিমের উদ্যোগে বিশেষ স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন দেশের প্রথম মহিলা রোটারিয়ান, খুলনার প্রতিথযশা নারী নেত্রী ও দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলির সভাপতি রোটাঃ ফেরদৌসী আলী। গতকাল পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোটাঃ ফেরদৌসী আলীর হাতে স্বীকৃতিস্মারক তুলে দেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ-এর ২০২২-২৩ এর গভর্নর রোটাঃ এম এ ওহাব। রোটাঃ সৈয়দ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি। তিনি তাঁর মায়ের রোটারিতে এমন অসমান্য অবদানের স্বীকৃতির জন্য আয়োজক ও উপস্থিত রোটরি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। রোটাঃ কামরুল করিম বাবুর সঞ্চালনায় এ সভায় জুমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক রোটারিয়ান এ অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় বক্তব্য রাখেন, খুলনা প্রেস ক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম, আশরাফুজ্জামান নান্নু, ডাঃ সৈয়দ আবু সঈদ, ইঞ্জিঃ মশিউজ্জামান খান, ডাঃ মোস্তফা কামাল, মাহমুদুর রহমান কার্নি, সিআইপি কামরুল আহসান, খন্দকার সাজ্জাদুল ইসলাম। জুমের মাধ্যমে বক্তব্য রাখেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটাঃ সেলিম রেজা, যশোর প্রেসক্লাবের সভাপতি রোটাঃ জাহিদ হাসান টুকুন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মাহমুদ হাসান সোহেল, মোঃ মহসিন, বেগ রফিকুল ইসলাম, সৈয়দ মুকুল, চৌধুরী রায়হান ফরিদ, মিরাজুল ইসলাম, সুদেব কুমার মন্ডল প্রমুখ।-খবরঃ বিজ্ঞপ্তির।