প্লেয়ার্স ড্রাফটের সব আলো কেড়ে নিয়েছিল ঢাকা। তখন বিসিবির অধীনে থাকা দলটাতে বসেছে তারার মেলা। সরাসরি দলভুক্ত হওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ড্রাফটে বসেই দীর্ঘদিনের দুই সতীর্থ তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়েছেন। তিন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে গড়া দলটার ফ্র্যাঞ্চাইজি হয়েছে মিনিস্টার গ্রুপ। দলটার নাম তাই মিনিস্টার গ্রুপ ঢাকা।

গতকাল গুলশানে মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে দলটির জার্সি ও থিম সং উন্মোচন করা হয়েছে। একই অনুষ্ঠানে মাহমুদউল্লাহকে এবারের আসরে ঢাকার অধিনায়ক ঘোষণা করা হয়। মাশরাফি-তামিমরা খেলবেন বাংলাদেশের টি-২০ অধিনায়কের নেতৃত্বে।

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান বলেছেন, ‘আমাদের ক্যাপ্টেন কুল মাহমুদউল্লাহ রিয়াদকে গর্বের সঙ্গে উপস্হাপন করছি। তাকে আমাদের দলে পেয়ে আমরা অত্যন্ত খুশি। তার অধীনে দল জয় ছিনিয়ে আনবে।’ বিপিএলে এর আগে ভিন্ন ভিন্ন দলে খেলেছেন সিনিয়রত্রয়ী। এবারই প্রথম একই দলে তারা। শিরোপা পেতে সর্বোচ্চ চেষ্টা করবেন জানিয়ে গতকাল তামিম বলেছেন, ‘প্রথমে স্পন্সরকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি, ঢাকা মাঠের লড়াইয়ে সাফল্য পাবে। আমরা তিন জন সাধারণত ভিন্ন ভিন্ন দলে খেলি, এবার একসঙ্গে খেলছি, দারুণ ব্যাপার। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে দলকে চ্যাম্পিয়ন করাতে সর্বোচ্চ সবকিছু করার।’

ভালো একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার আশাবাদ জানান মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমি ঢাকার হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ ভাগ্যবান মনে করছি। এই টুর্নামেন্টে অনেক কিছু প্রমাণ করার আছে। আমাদের ছেলেরা প্রস্ত্তত আছে। আশা করি, ভালো একটি টুর্নামেন্ট উপহার দিতে পারব।’

তবে ডিআরএস এবং বিদেশি আম্পায়ার না থাকায় বিপিএলের মান নিয়ে প্রশ্ন উঠছে নিয়মিত। টুর্নামেন্ট নিয়ে এমন প্রশ্ন নেতিবাচক মনে করছেন তামিম। এত ঘাটতির মধ্যেও টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে তাই বিসিবিকে প্রশংসা করতে চান বাঁহাতি এ ওপেনার। গতকাল তিনি বলেছেন, ‘আমার উত্তরটা আপনারা ইতিবাচকভাবে নেবেন। আমি এখানে বসার পর থেকে প্রথম ৬-৭টা প্রশ্ন হয়েছে, সবই নেতিবাচক। একটাও ইতিবাচক কথা নেই। দল কেন এরকম, ডিআরএস নেই, আম্পায়ারিং এই করবে সেই করবে। দেখুন, ঘাটতি অবশ্যই থাকবে। সব জায়গায়ই ঘাটতি থাকে। কোন পরিস্হিতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এটা বুঝতে হবে। পিএসএলও একই সময়ে হচ্ছে। তারপরও যে টুর্নামেন্টটা হচ্ছে, এটার প্রশংসা করা উচিত।’