/ মোরেলগঞ্জে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, গ্রেফতার ১

মোরেলগঞ্জে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, গ্রেফতার ১

মোরেলগঞ্জ অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম (সোহেল) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর জখমী ওই শিক্ষককে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জখমীর ভাই নাজমুল হুদা বাদি হয়ে হাসিব কাজীসহ ৬জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন (যার মামলা নং-১১, তারিখ-১৮.৮.২০২৫। থানা পুলিশ মঙ্গলবার মামলার এজাহার নামীয় ২নং আসামি মো. লাভলু ফরাজীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের বজলুর হক তালুকদারের ছেলে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম (সোহেল) ঘটনারদিন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের সার, কীটনাশক ক্রয়ের জন্য পঞ্চকরণ বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হলে পথিমধ্যে নতুন বাজার এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একই এলাকার প্রভাবশালী মাওলানা আব্দুল খালেকের ছেলে হাসিব কাজীর নেতৃত্বে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল শিক্ষকের মোটরসাইকেল গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে রিয়াজুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তার নিকটে থাকা সার ক্রয়ের ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার ওপর ফেলে রেখে যায়। এ সময় তার ডাকৎচিকারে স্থানীয় লোকজন ছুটে এসে ওই শিক্ষককে রক্তাক্ত জখমী অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন কলেজ শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, হাসিব কাজীর নেতৃত্বে একটি চিহিৃত অপরাধী দল দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার জুলম করে আসছে। এ ঘটনার প্রতিবাদ করায় আমার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এ বাহিনী। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মো. মতলুবর রহমান বলেন, কলেজ শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে মো. লাভলু ফরাজী নামের একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।