মোরেলগঞ্জ অফিসঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে এক ব্যবসায়ীর দোকানঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কালিকাড়ি গ্রামে। এতে বিভিন্ন মালামাল পুড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান।
জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নে কালিকাবাড়ি গ্রামের মুদি ও ফার্নিসার ব্যবসায়ী বেলায়েত মোল্লা (৬৫) প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত দেড়টার দিকে পাশর্^বতী গ্রামের লোকজন দেখতে পায় আগুন জ¦লছে দোকানঘরটি। তাৎক্ষনিক স্থানীয় লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করে। ততক্ষনে দোকানঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেলায়েত মোল্লা বলেন, রাতে তিনি দোকানে থাকেন না। আগুনে তার দোকানে থাকা দলিলপত্র, বিক্রয়ের চাল, ডাল, একটি টিভিসহ পাসেই ফার্নিচার তৈরির গ্রিল মেশিন, নকশা কাটা মেশিনসহ দেড় লাখ টাকা মূল্যের ৬টি যন্ত্রাংশ পুড়ে গেছে। সর্বমোট তার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শত্রæতাবসত অগ্নিসংযোগ ঘটাতে পারে বলে তিনি দাবি করেন। এ ঘটনার তদন্তপূর্বক প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।