জোয়ার ভাটায় দুঃখে ভরা যাদের জীবন
এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ: উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর তীরবর্তী বারইখালী ১ নং ওয়ার্ডের বাসিন্দারা জোয়ার ভাটায় দুঃখে ভরা যাদের জীবন। প্রাকৃতিক দুর্যোগ আর নদী ভাঙনের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে পরিবার পরিজন নিয়ে টিকে থাকতে হচ্ছে এ গ্রামের ৫শ’ পরিবারের আড়াই হাজার মানুষের। স্থানীয়দের দাবি বারইখালী পুরাতন থানা থেকে ফেরিঘাট অভিমুখী ১কিলোমিটার কার্পেটিং রাস্তা সহ গাইডওয়াল নির্মানের।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পৌর শহরের নদীর তীরবর্তী বারইখালী ১নং ওয়ার্ড ৫শ’ পরিবারের প্রায় ২ থেকে আড়াই হাজার পরিবারের বসবাস। ভাঙন কবলিত প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে এ বাসিন্দাদের জীবনযাপন। জোয়ার এলেই রাত ও দিনে দু’বার পানিতে তলিয়ে যায় প্রতিটি বাড়িঘর। পানি নেমে যাওয়ায় ভাটার অপেক্ষায় থাকতে হয় রান্না খাওয়ার জন্য। আবার পূর্ণিমার অতিরিক্ত জোয়ারের পানিতে জলাবদ্ধতায় থাকতে হয় দিনের পর দিন। নদীর প্রবল ¯্রােতে রাস্তা ভেঙে গিয়ে চলাচলের ৭/৮বছর ধরে দূর্ভোগ পোহাতে হচ্ছে এ ওয়ার্ড বাসীন্দাদের।
স্থানীয় বাসিন্দা এখলাস মুন্সী বেদার মুন্সী, সোহান খান, শেফালী বেগম, কামাল হাওলাদার, মিরাজ মোল্লা, এনাম ফকিরসহ একাধিকরা বলেন, প্রতিবছর এ মৌসুমে নদীর প্রবল ¯্রােতে নতুন নতুন করে ভাঙছে বাড়িঘর, ফসলী জমি, রাস্তাঘাট। পুরাতন থানা থেকে ফেরিঘাট অভিমুখী ১কিলোমিটার সিসি রাস্তাটির ৬ বছর পূর্বে ভেঙে যাওয়ায় পরে আর রাস্তা হয়নি। কষ্ট করে ছেলে মেয়েদের স্কুল কলেজে যেতে হয়, বৃদ্ধ ও নারীরা বাড়ির বাহিরে বের হতে গেলে দুর্ঘটনার আশংকায় থাকতে হয়। এমনকি একজন মানুষ অসুস্থ হলে তার চিকিৎসার ক্ষেত্রেও দুশ্চিন্তায় পড়তে হয়। একদিকে থাকছি জোয়ারের হাটু পানিতে বন্দি, আবার বাড়িঘর থেকে বের হতে নেই রাস্তাঘাট। এ দুর্ভোগের শেষ কোথায়? ১কিলোমিটার এ রাস্তাটি পূনঃনির্মানের জন্য পৌর প্রশাসকের নিকট দাীি ভুক্তভোগীদের।
১নং ওয়ার্ডের বাসিন্দা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্বাস মুন্সী, ওয়ার্ডের সমাজ সেবক মোস্তাফিজুর রহমান নান্নু বলেন, পৌরসভা পুরাতন থানা থেকে ফেরিঘাট অভিমুখী ১কিলোমিটার এ রাস্তাটি নির্মানের পরে ভেঙে যাওয়ায় বারবার সংস্কারের নামে সরকারের বরাদ্দকৃত অর্থ কোন কাজে আসেনি। টেকসই গাইডওয়ালসহ জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি পুর্ননির্মানের দাবি জানান তারা।
এ সম্পর্কে মোরেলগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াজিহুর রহমান বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের গুরুত্বপুর্ণ কয়েকটি রাস্তা পুনঃনির্মানের পরিকল্পনা ইতিমধ্যে নেয়া হয়েছে। তবে, বারইখালী ১নং ওয়ার্ড ফেরীঘাট সংলগ্ন রাস্তাটি স্থানীয়দের আবেদনের করার জন্য বলা হয়েছে। পরবর্তী সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।