/ মোরেলগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতাসহ আটক ৪

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতাসহ আটক ৪

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার(৪৬) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতা ও একটি হাইয়েক্স গাড়িসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ৮টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি বন্ধ করে ফেরিঘাট থেকে হাইয়েক্স গাড়িটি আটক করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা অপহৃত জিয়াউর রহমানকে চোখবাধা অবস্থায় পুলিশ উদ্ধার করে। এসময় গাড়িতে থাকা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ.এম খলিলুর রহমানকে(৪২) আটক করে পুলিশ।


একই সাথে গাড়ির চালক খুলনার নিরালা গ্রিনভিউ এলাকার এনামুল হকের ছেলে আমিরুজ্জামান খোকন (৫৫), বটিয়াঘাটা থানার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ(৫৫) ও তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদারকে(৪০) আটক করে পুলিশ। এসময় অপহরণকারি চক্রের কয়েকজন পলিয়ে যায়।


অপহৃত আমতলী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জিয়াউর রহমান বলেন, রবিবার(১৩ জুলাই) বেলা ৭টার দিকে তিনি তার বাড়ির কাছে আমতলী বাজারে একটি দোকানে চা খাচ্ছিলেন। এসময় একটি হাইয়েক্স গাড়িতে ও ৪-৫টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন লোক তাকে ধরে মারপিট করে চোখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে জিয়াউর রহমানের স্ত্রী ময়না বেগম বলেন, তার স্বামীকে উদ্ধারের জন্য তারা ৯৯৯ নম্বরে জানালে মোরেলগঞ্জ থানা পুলিশ ফেরি আটকে দিয়ে তার স্বামীকে উদ্ধার ও অপহরণকারিচক্রের ৪ জনকে আটক করে। আটক থাকা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতা খলিলুর রহমান বলেন, ভারতের ব্যাঙ্গালোরে ভাঙ্গারী ব্যবসা নিয়ে জিয়াউর রহমানের সাথে লেনদেন রয়েছে। সেই টাকা আদায়ের জন্য তাকে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো।


এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, ব্যবসায়ী জিয়াউর রহমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর শুনে পুলিশের পৃথক দুটি দল ফেরিঘাটসহ সড়কে তল্লাশী শুরু করে। একপর্যায়ে ফেরিঘাটে হালকা কালো রংয়ের একটি হাইয়েক্স গাড়ির (ঢাকা মেট্রো-চ ১২-০০৬১) মধ্যে ব্যবসায়ী জিয়াউর রহমানকে আহত ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তৎক্ষনাত গাড়ির চালক ও গাড়িতে থাকা অপহরণকারি চক্রের অপর ৩ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা ৪০ পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।