/ যশোরে চুরি হওয়া ৫২টি মোবাইল ফোন ও ২ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার, ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর

যশোরে চুরি হওয়া ৫২টি মোবাইল ফোন ও ২ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার, ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর

যশোরে গত জুন-জুলাই মাসে চুরি হওয়া ৫২টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া দুই লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার রওনক জাহানজাহান।


পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) এবং লোকাল ইনটেলিজেন্স কমিটি (LIC) যৌথভাবে এই সফলতা অর্জন করে।

পুলিশ সূত্র জানায়, চুরি ও প্রতারণার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করছে যশোর জেলা পুলিশ। দুই মাসে তারা ৮টি ইমো (IMO) আইডি এবং ১৫টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
এই অ্যাকাউন্টগুলোর বেশিরভাগই প্রতারণামূলক উদ্দেশ্যে হ্যাক করে ব্যবহার করা হচ্ছিল, যার ফলে ভুক্তভোগীরা আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান বলেন:“ডিজিটাল ডিভাইস ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। সামান্য অসতর্কতায় আমরা বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির শিকার হতে পারি।”
তিনি আরও বলেন, পুলিশ শুধু অপরাধ দমনেই নয়, বরং ডিজিটাল নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধেও নিয়মিত কাজ করে যাচ্ছে।

উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকে জানান, তাঁরা কখনো ভাবেননি হারানো জিনিস এত দ্রুত ফিরে পাবেন।

যশোর জেলা পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়, চুরি ও প্রতারণার অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে CCIC ও LIC ইউনিট তদন্ত শুরু করে। টেকনিক্যাল ট্র্যাকিং, সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে এই উদ্ধার অভিযান সফল হয়েছে।