যশোরের বারীনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মিশন (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মিশন সদর উপজেলার সাতমাইল উত্তর নলিতাদাহ গ্রামের মিলন হোসেনের ছেলে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উত্তর নলিতাদাহ গ্রামের রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের রাজিব, সজীব, শাহিদুল ও মহিদুলসহ সাত-আটজন মিশনকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার কাছে থাকা নগদ আট হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, “এখনও বিষয়টি আমাদের জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযুক্তদের আটক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”