/ যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন-২০২৫ সম্পন্ন

যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন-২০২৫ সম্পন্ন

যশোর জেলা জমঈয়তে আহলে হাদীস আয়োজিত বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ আজ শনিবার সকাল ১০টায় যশোর শহরের তাঁতীপাড়া রোড, নীলগঞ্জ এলাকায় অবস্থিত বকচর আহলে হাদীস জামে মসজিদ প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।

এই কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের সম্মানিত সভাপতি অধ্যাপক আহমদ আলী।
‍বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মোঃ আসাদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আরেক সদস্য শাইখ ড. মুযাফফর বিন মুহসিন এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশএর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক,শাইখ তানযীল আহমাদ।
অনুষ্ঠানে যশোর জেলার জমঈয়তে আহলে হাদীস এবং শুব্বানে আহলে হাদীস-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সদস্য ও দ্বীনপ্রেমী জনসাধারণ উপস্থিত ছিলেন।

কাউন্সিল অধিবেশনের মাধ্যমে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন অধ্যাপক আহমদ আলী, এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন মুহাম্মদ মোর্শেদ আলম।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পক্ষ থেকে নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে তাদের ইখলাস, ঐক্য ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থেকে দ্বীন প্রচারে বলিষ্ঠ ভূমিকা রাখার তাওফীক কামনা করা হয়।

সমাপনী দো‘আয় দেশ, জাতি এবং উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করা হয়।