করোনাভাইরাসের নতুন রূপের উদ্বেগের কারণে যুক্তরাজ্য থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে ভারত। আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী এক টুইটে বলেন, এরপর আবার কঠোভাবে নিয়ন্ত্রিত ফ্লাইট শুরু করা হবে। এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা শিগগিরই দেওয়া হবে।

এর আগে ২৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের ফ্লাইট স্থগিত করেছিল ভারত।

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের হয়। দেশটির পক্ষ থেকে জানানো হয়, করোনার এ নতুন রূপটি ৭০ শতাংশ বেশি সংক্রামক। এরপর থেকেই বিশ্বের অন্তত ৫০টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এদিকে ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে ভারতে যাওয়া অন্তত ২০ জনের দেহে করোনাভাইরাসের নতুন এই ধরণ শনাক্ত হয়েছে।

মহামারীতে বিশ্বজুড়ে ১৭ লাখেরও বেশি আর ব্রিটেনে ৬৭ হাজারেরও বেশি লোকের মৃত্যুর মধ্যেই করোনাভাইরাসের নতুন ধরন আবিষ্কার আতঙ্ক ছড়াচ্ছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর সর্বাধিক করোনাভাইরাস রোগী ভারতে শনাক্ত হয়েছে।