রাশিয়া এখন থেকে ‘যেকোনো দিন’ ইউক্রেনে হামলা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই মন্তব্য করেছেন।রবিবার (৬ ফেব্রুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাক সুলিভান বলেন, ‘আমরা (যুদ্ধের) একেবারে দ্বারপ্রান্তে রয়েছি। এখন থেকে যেকোনো দিন বা কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে।’এর পরিবর্তে রাশিয়ার কূটনৈতিক পন্থা বেছে নেওয়া উচিত বলে সুলিভান মন্তব্য করেন।এছাড়া রবিবার এনবিসি’র টক শোতে সুলিভান বলেন, রাশিয়া যে শুধু গোটা ইউক্রেন দখল করার লক্ষ্যে আগ্রাসন চালাতে পারে তাই নয় বরং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলকে নিজ ভূখণ্ডের অন্তর্গত করতে পারে মস্কো।ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা বিশ্বের শঙ্কা। তবে ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বারবার দাবি করছে রাশিয়া।