রাজধানীর মালিবাগ রেলগেটে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। কমলাপুর থেকে ট্রেন ছাড়তে পারছে না এবং বিমানবন্দর স্টেশন থেকে ট্রেন কমলাপুরের দিকে যাচ্ছে না।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক জানান, রাত ৯টা ২ মিনিটের দিকে মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। চলছে উদ্ধার তৎপরতা।বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) খায়রুল কবির গণমাধ্যমকে বলেন, মালিবাগ লেভেল ক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার সোহেল গণমাধ্যমকে জানান, ক্রসিংয়ের গেইট বন্ধ ছিল না। বাসটি প্রায় ক্রসিং পার হয়ে গিয়েছিল। বাসের পেছনের অংশে ট্রেনটির ধাক্কা লাগে। সেসময় বাসে কোনো যাত্রী ছিল না। ট্রেনের গতিও কম ছিল।ঘটনাস্থলটি রাজধানীর হাতিরঝিল থানা এলাকার মধ্যে পড়েছে। হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ বলেন, সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসকে ধাক্কা দিয়ে রেললাইনে অনেক দূর নিয়ে গেছে। পুলিশের বিভিন্ন ইউনিটের টিম ঘটনাস্থলে গেছে।