/ রামপালের মল্লিকেরবেড়ে বিএনপির দু’গ্রুপে সংষর্ঘে ১০ জন আহত

রামপালের মল্লিকেরবেড়ে বিএনপির দু’গ্রুপে সংষর্ঘে ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা, ফয়লাহাট(রামপাল): রামপাল উপজেলার মল্লিকেরবেড় এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্য সংর্ঘে অন্তত ১০ জনের মত আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সন্নাসী বাজারে সন্ধার পর বিএনপির দুই পক্ষ সংষর্ঘে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে এক পক্ষ আর এক পক্ষের উপর হামলায় লিপ্ত হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ১০ জনের মত আহত হয়। দফায় দফায় তারা হামলা-পালটা হামলায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ রাতে ঘটনাস্থানে রওনা হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে জানান, সংর্ঘের খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও রওনা হন। দুর্গম এলাকায় পুলিশ যেতে দেরী হয়েছে। ঘটনাস্থল থেকে না এসে এর বেশি কিছু বলা যাচ্ছে না।