ইউক্রেন ইস্যুতে এবার রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, ইউক্রেনে আগ্রাসন করা হবে বিপর্যয়কর, বেদনাদায়ক, হিংসাত্মক ও রক্তাক্ত ব্যবসা।ইউক্রেন থেকে দূতাবাসের কিছু কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যাপারে সোমবার (২৪ জানুয়ারি) বরিস এসব মন্তব্য করেন। তিনি বলেন, পরিস্থিতি ‘বেশ অন্ধকারময়’ ছিলো তবে যুদ্ধ অনিবার্য ছিলো না।ব্রিটিশ এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্যাকেজ তৈরিতে নেতৃত্ব দিচ্ছে ও ইউক্রেনে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করছে।”গোয়েন্দা তথ্য খুবই স্পষ্ট যে ইউক্রেনের সীমান্তে ৬০টি রুশ যুদ্ধ দল রয়েছে। কিয়েভে রাশিয়ার এই যুদ্ধের পরিকল্পনা সবাই দেখতে পারছে,’ বলেন বরিস জনসন।তিনি আরও বলেন, আমাদের রাশিয়ার কাছে এটি স্পষ্ট করে বলতে হবে এটি বিপর্যয়মূলক পদক্ষেপ হবে।এদিকে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া এমন অবস্থায় সোমবার ন্যাটো জোট ঘোষণা করেছে, পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে।ন্যাটো বলছে, তাদের সৈন্যদের প্রস্তুত রাখা হচ্ছে। ওই অঞ্চলে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রস্তুত। তথ্যসূত্র: বিবিসি