রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালানোর মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি আরও জানান, রাশিয়া সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে এসে পড়েছিল মার্কিন বোমারু বিমান। মঙ্গলবার (২৩ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চরম উত্তেজনা চলছে। এই সময়েই এই অভিযোগ আনা হলো। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউক্রেনকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য অভিযুক্ত করেছে মস্কো।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন স্ট্রাটেজিক বোমারু বিমানের কার্যক্রম বেড়েছে। এটা মস্কোর নজরে পড়েছে। এই মাসেই এগুলো রাশিয়া সীমান্তের কাছে ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় আড়াইগুণ বেশি। অন্তত ১০টি বিমান দক্ষিণ এবং পূর্ব দিক থেকে রাশিয়ার ওপর পারমাণবিক হামলার মহড়া দিয়েছে।