ইউক্রেনে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া দেশটিতে অন্তত ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এরমধ্যে অন্তত ৪৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের শীর্ষ জেনারেল এই দাবি করেছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইউক্রেনের জেনারেল বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, রাশিয়ার তাদের সবশেষ হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে রয়েছে কেএইচ-৪৭ কিনজাল হাইপারসনিক মিসাইল। এর মধ্যে ২০টি ক্ষেপণাস্ত্র রাজধানী কিয়েভে ভূপাতিত করা হয়েছে।জেনারেল জালুজনি আরও বলেন, রাশিয়ানদের লক্ষ্য এখনও একই আছে, তারা ইউক্রেনীয়দের ওপর মনস্তাত্ত্বিক চাপ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে।গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে মধ্যে সংঘাত আরও বেড়েছে।