আগামী ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। শহরটির গ্যাজপ্রম এরিনায় অনুষ্ঠেয় ম্যাচটি নিয়ে এখন অনিশ্চিয়তা দেখা দিয়েছে। রাশিয়া থেকে ফাইনালের ভেন্যু সরানো হতে পারে।গত কয়েক সপ্তাহ ধরে দুই প্রতিবেশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন স্থানে সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। এমন অবস্থায় জরুরি বৈঠক ডেকেছে উয়েফা কমিটি।আগামীকাল শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।