/ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাঠে পারভেজ মল্লিক: তেরখাদায় উঠান বৈঠক

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাঠে পারভেজ মল্লিক: তেরখাদায় উঠান বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে খুলনা-৪ আসনের সম্ভাব্য প্রার্থী এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক তাঁর নিজ নির্বাচনী এলাকায় ধারাবাহিক জনসংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি শুরু করেছেন।
সোমবার (৭ জুলাই) খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে স্থানীয় বিএনপির আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে পারভেজ মল্লিক বলেন—
“তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার।”

তিনি বলেন, “আজকের উঠান বৈঠক হচ্ছে জনতার দরবারে বিএনপির কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। আমরা সরাসরি প্রান্তিক মানুষের মুখ থেকে তাঁদের সমস্যা শুনছি, যা ভবিষ্যতের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পারভেজ মল্লিক আরও বলেন, “জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা ভোটের মাঠে নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।”
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির কথা স্মরণ করে বলেন—
“যেভাবে জিয়াউর রহমান সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রেখেছিলেন, সেভাবেই তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব নাহিদ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় নেতারা জানিয়েছেন, এই ধরনের উঠান বৈঠক তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রামে নিয়মিত আয়োজন করা হবে। এতে কৃষক, শ্রমিক, নারী ও তরুণ প্রজন্মসহ সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।