/ রূপসায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

রূপসায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত মধ্যরাত ১টার দিকে খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনা থেকে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২৫০ কেজি অবৈধ কাঁকড়া উদ্ধার করা হয়। কাঁকড়ার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত কাঁকড়াগুলো খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।