নিজস্ব প্রতিনিধি, রূপসা(খুলনা): রূপসায় অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করায় একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুর ২ টায় রুপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী শিয়ালী পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের মেশিন জব্দ করেন ।এ সময় ইয়ার আলী ফকিরের ছেলে মিশকাত ফকির(৪৫) কে গ্রেপ্তার করে মোবাইল কোর্টে মাধ্যমে ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ১৫ দিনের জেল ও বালু ক্রয়ের দায়ে মোকাররম নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই প্রদিপ সরকার, এ এস আই আজমির অভিযান পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন।
এ সময় ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম নন্দু ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।