/ রূপসায় ভ্যান চালক রবিউল হত্যার একমাস পর ২ আসামি গ্রেফতার

রূপসায় ভ্যান চালক রবিউল হত্যার একমাস পর ২ আসামি গ্রেফতার

রূপসায় রবিউল ইসলাম নামে ভ্যান চালক হত্যার একমাস পর ২ জনকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে হত্যায় ব্যবহৃত রশি ও মোবাইল ফোন উদ্বার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুক্ত রায় চেীধুরী পিপিএম ও থানার এসআই নাজমুল হুদা এবং এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


পুুলিশ জানায়, গত গত ৮ জুন দুপুরে উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগানের মধ্যে ভ্যানচালক রবিউলের অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্বারের পর রবিউলের লাশ বলে সনাক্ত করে তার পরিবার। অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করার পর পুলিশ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একমাস পর হত্যার সাথে জড়িত থাকায় ২ যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বিল্লাল ও রিয়াজ তারা বন্ধু। তাদের বাড়ি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া এলাকায়।

সোমবার ৭ জুলাই ভোরবেলা ডিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পুলিশের নিকট স্বীকার করে ভ্যান চালক রবিউলকে ভ্যান নিয়ে যাওয়ার জন্য তাকে হত্যা করে। এছাড়া তারা আরো জানায়, বিল্লাল ভ্যান চালক ও রিয়াজ বড়বাজারে লেবারের কাজ করত। দুইজনের কাজ না থাকায় তারা ঈদকে সামনে রেখে ভ্যান ছিনতাইয়ের সিদ্ধান্ত নেয়। গত ৪ জুন সন্ধ্যায় গ্রেফতারকৃতরা বেলফুলিয়া স্কুল মোড় থেকে রবিউলকে ৫শ টাকা দেওয়ার কথা বলে নন্দনপুর বৌ বাজার এলাকায় নিয়ে যায়। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে উক্ত ঘটনাস্থলে আসলে আসামীরা ভ্যানচালকের পিছন দিক থেকে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। হত্যা নিশ্চিত করার জন্য ইট দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়।


রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভ্যান চালক রবিউলের লাশ উদ্ধারের পর বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ভ্যান চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায় বলে তারা স্বীকার করেছে।