/ লাইসেন্সবিহীন ফার্মেসী ও নকল-ভেজাল ওষুধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যবসায়ীদের

লাইসেন্সবিহীন ফার্মেসী ও নকল-ভেজাল ওষুধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যবসায়ীদের

ঔষধ প্রশাসনের উপপরিচালক ও তত্ত্বাবধায়কের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার: লাইসেন্সবিহীন ফার্মেসী এবং নকল ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধের ব্যাপারে পরষ্পর সহযোগিতার মাধ্যমে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন ওষুধ ব্যবসায়ী এবং ঔষধ প্রশাসনের কর্মকর্তারা।

গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি খুলনা জেলা শাখা আয়োজিত ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন ঐক্যবদ্ধতার কথা জানানো হয়। নগরীর ময়লাপোতা মোড়স্থ বিসিডিএস ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিসিডিএস খুলনার নবগঠিত কমিটির আহবায়ক খান মাহাতাব আহমেদের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সুকর্ণ আহমেদ এবং খুলনা জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ সাদ্দাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিডিএস খুলনা জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সমিতির যুগ্ম আহবায়ক মোঃ নূরুল হক বাহার, সদস্য মোঃ আব্দুল লতিফ শেখ, মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার, মোঃ হাফিজুর রহমান, মোঃ হাফিজুর রহমান, আব্দুল মান্নান মোড়ল, মোঃ আবিদুজ্জামান প্রমুখ।

মতবিনিময় সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বলেন, যেসব ফার্মেসীর ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স নেই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তবে এজন্য প্রয়োজন ওষুধ ব্যবসায়ী সমিতি তথা বিসিডিএস’র সহযোগিতা। ফুড সাপ্লিমেন্ট বা কথিত পট কোম্পানীর ওষুধের বিষয়ে ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে উপ-পরিচালক বলেন, আগে যেসব লাইসেন্সধারী ওষুদের দোকান রয়েছে তাদেরকে সাইনবোর্ডের পাশে দৃশ্যমান জায়গায় লাইসেন্স নম্বরটি লিখে রাখতে হবে। যাতে যে কোন অভিযানের সময় অন্তত: প্রথমেই দেখে বোঝা যায় যে, দোকানের লাইসেন্স আছে। এরপর যাদের লাইসেন্স নম্বার সাইনবোর্ডের নিচে দেওয়া থাকবে না তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া সহজ হবে।

এছাড়া ফুড সাপ্লিমেন্ট বা কথিত পট কোম্পানীর ওষুধ সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে কঠোর আইন হয়েছে। শুধুমাত্র বিধি চূড়ান্ত হলেই পদক্ষেপ নেওয়া হবে।
ব্যবসায়ীদের পক্ষ থেকে এসময় ঔষধ প্রশাসনের কাছে লাইসেন্সবিহীন ওষুধের দোকান ও ভেজাল/নকল/ফুড সাপ্লিমেন্ট ওষুধের ব্যাপারে ঔষধ প্রশাসনের পক্ষ থেকে গণসার্কুলার দেওয়ার দাবি জানানো হলে উপপরিচালক ও ঔষধ তত্ত্বাবধায়ক সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এর আগে সভায় বিসিডিএস নেতৃবৃন্দ ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।