স্টাফ রিপোর্টার ঃ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে লাখো মুসল্লির অশ্রুসিক্তে শেষ হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিল।
গতকাল সোমবার সকাল ৯টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লাখ লাখ মুসল্লির এ মিলনমেলা।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা আমিরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়।
সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই এই আলেম, মুফতি ও পীরের কোন মূল্য নেই।
সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জানান।
আখেরি মোনাজাতে অংশ নেওয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিরা, ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান চরমোনাই পীর।
আখেরি মোনাজাতে চরমোনাই পীর ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
চরমোনাই এর মাহফিলে দেশ-বিদেশের আলেম-ওলামাসহ মূল্যবান নসিহত পেশ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, নায়েবে আমীরুল মুজাহিদীন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ আবুল খায়ের মোঃ ইসাহাক, মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মাওলানা সৈয়দ মোঃ নুরুল করিম, আল্লামা খালিদ সাইফুল্লাহ, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল মজিদ, আল্লামা নুরুল হুদা ফয়েজী।
এবারের চরমোনাই মাহফিলে ৫ জন মুসল্লি ইন্তেকাল করেন বলে মাহফিলে অংশগ্রহণকারী খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ মো: নাসির উদ্দিন জানান।