দেশে করোনা সংক্রমণের পর এই প্রথম শনাক্তের হার ৩ শতাংশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯২ শতাংশ হয়েছে।

আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ১৬২ জন।

এছাড়া নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪৩৮ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় ৫৭৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে বাংলাদেশে করোনা টিকা প্রয়োগ শুরু হয়েছে। ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়।