বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় মহিলা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাগেরহাট থেকে আসা একটি লোকাল বাসে করে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারী রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ডে নামেন। পরে তিনি রায়েন্দা বাজারের দিকে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসের চালক দ্রুত মোড়েলগঞ্জের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ এবং শরণখোলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ জানান, “ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। তবে এখনো নিহত মহিলার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও চালককে শনাক্ত করতে অভিযান চলছে।”
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত দায়ী পরিবহন ও চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।