স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। আজ সোমবার সকাল ৮টা ৫৮ মিনিট ৩৫ সেকেন্ড পর মন্দিরে নব প্রত্রিকা প্রবেশ করবে। বেলা ১২টা ৫৬ মিনিট ৪৮ সেকেন্ডের মধ্যে শেষ হবে মহাসপ্তমী তিথি। এই সময়ের মধ্যে ত্রিনয়নী দেবীর চক্ষুদান করা হবে।মাতৃমন্দিরে নবপত্রিকার প্রবেশ এবং স্থাপন করা হবে।
এরপর সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা। এইভাবে উৎসব চলবে আগামী বৃহস্পতিবার বিজয়া দশমী পর্যন্ত। এই বছর বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উপভোগ করতে পরবেন।
এদিকে মহানগরীতে মহাষষ্ঠীর সন্ধ্যায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সন্ধ্যায় মন্ডপগুলোতে দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে। আজ মহাসপ্তমীতে সকাল থেকেই মন্ডপে অঞ্জলির জন্য ভক্তদের উপস্থিতি থাকবে বলে জানা গেলে। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন।