/ শিক্ষকরা চান আগে ভিসি নিয়োগ পরে ক্লাস, শিক্ষার্থীদের দাবি যে কোন মূল্যে ‘ক্লাস শুরু’

শিক্ষকরা চান আগে ভিসি নিয়োগ পরে ক্লাস, শিক্ষার্থীদের দাবি যে কোন মূল্যে ‘ক্লাস শুরু’

কুয়েট পরিস্থিতি

স্টাফ রিপোর্টার: পাঁচ অতিবাহিত হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক সমিতির নেতারা যেমন ক্লাসে ফেরার আগে যোগ্য উপাচার্য(ভিসি) নিয়োগের শর্ত জুড়ে দিয়েছেন তেমনি দ্রæত ক্লাস শুরুর দাবিতে অটল রয়েছেন শিক্ষার্থীরাও।


এদিকে, ক্লাস শুরুর দাবি জানিয়ে গার্ডিয়ান ফোরামের পক্ষ থেকে যেমন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে তেমনি ক্লাম্পাসে মানব বন্ধনও করা হয়েছে। আবার সেই অভিভাবকরাই গতকাল বুধবার শিক্ষক সমিতি আয়োজিত মানব বন্ধনে যোগ দিয়েও শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে দ্রæত ভিসি নিয়োগের মাধ্যমে কুয়েট সংকটের দাবি জানিয়েছেন। যদিও শিক্ষক সমিতির মানব বন্ধনে উপস্থিত একজন কুয়েট শিক্ষার্থী ১৮ ফেব্রæয়ারি সাধারণ শিক্ষার্থীদের সাথে জড়িত বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে মানব বন্ধনের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আবারও সরগরম হয়ে উঠেছে।


টানা পাঁচ মাস ধরে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে চলমান সংকট নিরসন ও একাডেমিক কার্যক্রম চালু করার জন্য অবিলম্বে একজন যোগ্য উপাচার্য নিয়োগের দাবিতে বুধবার(২৩ জুলাই) সকালে ক্যাম্পাসে যৌথ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি।


শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ সাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন, অধ্যাপক ড. মোঃ আব্দুর রফিক, অধ্যাপক ড. মহিউদ্দিন আহমাদ, অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার, অধ্যাপক, অধ্যাপকড. মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, অধ্যাপক ড. এম. এম. তওহিদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী, অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান, অধ্যাপক ড. মোঃ আবু জাকির মোর্শেদ, অধ্যাপক ড. রাজিয়া খাতুন, অধ্যাপক ড. মোঃ সালাহ্ উদ্দীন ইউসুফ, অধ্যাপক ড. এ. বি. এম. আওলাদ হোসেন, অধ্যাপক ড. মনির হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, অধ্যাপক ড. কাজী মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম প্রমুখ।


এর আগে ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয় নিয়ে রাজস্ব বোর্ড (এনবিআর)’র সাবেক সচিব ও চেয়ারম্যান ড. মোঃ আবদুল মজিদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।


এছাড়া ১৫ জুলাই ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে কুয়েটের আর্থিক ক্ষমতা দিয়ে পত্র জারি করা হয়।


ক্লাস শুরুর জন্য একাধিকবার দাবি জানিয়ে শিক্ষক সমিতির মন গলাতে না পেরে শিক্ষার্থীরা গত ২০ জুলাই সকালে ক্লাসে গিয়ে ঘন্টাখানেক বসে থেকেও শিক্ষকদের না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। এর আগে অবশ্য একজন শিক্ষক নিজের ফেসবুকে পোষ্ট দিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন। তার সাথে আরও বেশ কয়েকজন শিক্ষক ক্লাসে ফেরার কথা জানিয়েও ফেরেননি ক্লাসে। সব মিলিয়ে এখন অনেক শিক্ষক ক্লাসে ফেরার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও শিক্ষক সমিতির ব্যানারে বুধবার(২৩ জুলাই) মানব বন্ধনের ফলে আবারো পিছিয়ে যাওয়ার আশংকা রয়েছে ক্লাস চালুর বিষয়টি।


অপর একটি সূত্র বলছে, গত সোমবার (২১ জুলাই) কুয়েট শিক্ষক সমিতির নবম সাধারণ সভায় উপস্থিত ১৫/২০ জন সিনিয়র শিক্ষকসহ অধিকাংশ শিক্ষক ক্লাসে ফিরে যাওয়ার ব্যাপারে সম্মতি দেন। কিন্তু সমিতির কয়েকজন নেতা সেটি খন্ডন করেন। তবে দ্রæত ভিসি নিয়োগের দাবির পাশাপাশি ভিসি নিয়োগের সাথে সাথেই ক্লাসে ফেরার ব্যাপারে সবাই একমত হন। এজন্য মানব বন্ধনের মধ্যদিয়ে দ্রæত ভিসি নিয়োগের দাবি জানানো হয়।


কুয়েটের সিএসই ডিসিপ্লিনের একজন সিনিয়র শিক্ষক বলেন, ‘শিক্ষক হিসেবে ক্লাসে যাওয়া আমার দায়িত্ব। শিক্ষার্থীরা আসলে অবশ্যই আমি ক্লাসে যেতে চাই। সেখানে শিক্ষক সমিতি কি করলো না করলো সেটি দেখার বিষয় নেই। তবে প্রশ্ন হচ্ছে- কোন অঘটন ঘটলে তার দায়িত্ব নেবে কে ? কুয়েটেতো কোন অভিভাবক নেই। এজন্য আগে ভিসি নিয়োগ জরুরি।’


উল্লেখ্য, গত ১৮ ফেব্রæয়ারি কুয়েটে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনাকে কেন্দ্র করে অচল রয়েছে কুয়েট। সেই থেকে ক্লাব-পরীক্ষা সবই বন্ধ থাকায় সেশনজটের দিকে এগিয়ে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়টি।