টানা ৪০ বছর বড় পর্দায় মাতিয়েছেন তিনি। এরপর রিয়েলিটি বা অনলাইনে ড্যান্স কম্পিটিশনের অ্যাপ নিয়ে কাজ করা। যেখানেই হাত দিয়েছেন, সেখানেই দারুণ সাফল্য। তবে বড় পর্দায় এখন আর খুব একটা নিয়মিত হননা এই বলিউড সুন্দরী। এটা নাকি ইচ্ছাকৃত। নিজের ইমেজকে কখনওই অন্য ব্যকরণে ফেলতে চান না।অতঃপর দীর্ঘবিরতির পর প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে কাজ করলেন মাধুরী। নেটফ্লিক্সের ব্যানারে ‘ফেমগেম’ নামে একটি দারুণ সিরিজে এরই ভেতরে উপমহাদেশে ট্রেন্ডিং হয়েছে সিরিজটা।’তবে ভারতীয় গণমাধ্যম কর্মীরা এটাকে মাধুরীর কামব্যাক বলতেই চটে যান তিনি। মাধুরীর মতে, ‘এটা আমার ওটিটির ডেবিউ হতে পারে। কিন্তু কামব্যাক কেন হতে যাবে? আমি কখনওই অবসর নিইনি। শিল্পকর্মে অবসর নেয়া যায় না। আমি এটাই বিশ্বাস করি। তবে ফেমগেম নিয়ে এতটা সাড়া পাবো তা ভাবিনি। পুরো প্রডাকশন আমার মতো করেই গল্পটা সাজিয়েছে। আমার পুরনো নতুন সকল দর্শকই এই সিরিজটা দেখে মুগ্ধ হয়েছেন।’এদিকে ফেম গেম এর গল্প নিয়ে অনেকেই এর সাথে শ্রীদেবী-বনি কাপুরের জীবনের কিছু গল্পের সাথে মিল খুঁজতে চাইছেন। অবশ্য নির্মাতা প্রডাকশন এমনকি মাধুরী কেউই এ ব্যাপারে কোনো যুক্তি খণ্ডাতে চাননি। মাধুরীর মতে, ‘একটা আর্টকে মানুষ নানান দিক থেকে নানান ভাবে ভাববে এটাই শিল্পের সৌন্দর্য্য।