সাতক্ষীরার শ্যামনগরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শীলতলা গ্রামে এ ঘটনা ঘটে।মৃত স্কুলছাত্রীর নাম সুপ্রিয়া গাতিদার (১৫)। তিনি ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং প্রভাষ কুমার গাতিদারের মেয়ে।
প্রতিবেশী ভোলানাথ মণ্ডল জানান, ঘটনার সময় সুপ্রিয়ার বাবা ও মা বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। দুপুরে রান্নার জন্য সুপ্রিয়ার মা বাড়ি ফিরে এসে দেখেন মেয়েটি ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে। ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিক বড়াল জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।